ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


প্রকাশে ছুরিকাঘাতে ডিপ্লোমা প্রকৌশলীকে হত্যা


২৩ ডিসেম্বর ২০২২ ০৯:২০

যশোরে দিনদুপুরে প্রকাশে ছুরিকাঘাতে এরফান ফরাজী (২২) নামের এক ডিপ্লোমা প্রকৌশলীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে শহরের কারবালা ধোপাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এরফান ফরাজী ওই এলাকার রফিকুল ইসলাম ফরাজীর ছেলে। তিনি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ডিপ্লোমা শেষ করেন।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, বিকেলে এরফান কারবালা কবরস্থনের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনজন দুর্বৃত্তরা এসে তার বুকে ছুরি মেরে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, নারীঘটিত কোনো কারণ থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পুলিশের একাধিক দল অভিযানে আছে।

আইকে