রূপগঞ্জে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথকস্থানে অভিযানে মাদকসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২১ ডিসেম্বর) রাতে উপজেলার তারাব পৌরসভার বরপা ও চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতাররা হলেন, মোহাম্মদ শামীম পাটোয়ারী, বিল্লাল হোসেন, তানজিল, ও জকু।
রূপগঞ্জ থানার ওসি/তদন্ত আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় গ্রেপ্তারকৃতরা উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান পরিচালনা করে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকা থেকে ১'শ বোতল ফেনসিডিলসহ মোহাম্মদ শামীম পাটোয়ারী ও বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে উপজেলার চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকা থেকে ২১ গ্রাম হেরোইনসহ তানজিল ও জকু নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তরকৃতোদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।