ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


মুক্তিপণেই বাড়ি ফিরলেন সেই অপহৃত ৮ জন


২২ ডিসেম্বর ২০২২ ২৩:৪৯

টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড়ি এলাকা থেকে শিক্ষার্থীসহ আটজনকে অপহরণের ঘটনার চার দিনের মাথায় মুক্তিপণের মাধ্যমেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে বাহারছড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বুধবার (২১ ডিসেম্বর) রাত ২টার দিকে তারা ছাড়া পান।

মুক্তি পাওয়া তরুণরা হলেন, জাহাজপুরা এলাকার রশিদ আহমেদের ছেলে আবছার উদ্দিন, ছৈয়দ আমিরের ছেলে নুরুল মোস্তাফা, করিম উল্লাহ নুর মোহাম্মদ, মোহাম্মদ উল্লাহ, সেলিম উল্লাহ, রিদুওয়ান ও নুরুল হক।

অপহৃত সেলিমের বড়ভাই আকতার হোসেন জানান, অপহরণের পর থেকেই তারা জনপ্রতি তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করছিলেন। তাদের চাহিদা মতো টাকা দেওয়ার কথা নিশ্চিত করার পর বুধবার রাত ২টার দিকে জাহাজপুরা গর্জন বাগানে টাকা হস্তান্তর করার পর অপহৃতদের ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, আইন শৃঙ্খলা বাহিনীর হতক্ষেপ এবং সংবাদ মাধ্যমে খবর প্রকাশ করার কারণে অপহৃতদের ওপর নির্যাতন করা হয়।

এ বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, বুধবার রাতে অপহৃতরা এলাকায় এসেছেন। পরে ঘটনাটি জানার পরপরই তাদের থানায় নিয়ে আসা হয়।

উল্লেখ্য, গত রোববার বিকেল ৪টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার পাহাড়ি ছড়ায় মাছ ধরতে গেলেতাদের অপহরণ করা হয়।

আইকে