ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


হাতকড়া-ডাণ্ডাবেড়ি নিয়েই মায়ের জানাজা সমপন্ন করলো প্যারোলে মুক্ত বিএনপি নেতা


২১ ডিসেম্বর ২০২২ ১১:১৯

গাজীপুরের কালিয়াকৈরে হাতকড়া আর ডাণ্ডাবেড়ি নিয়ে মায়ের জানাজা পড়ালেন আলী আজম নামের এক বিএনপি নেতা। তিনি উপজেলার বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে জেলা কারাগার থেকে প্যারোলে মুক্তি পান তিনি। এরপর নিজ বাড়ি গাছবাড়ী এলাকায় মায়ের জানাজায় উপস্থিত হন।

এর আগে গত ২ ডিসেম্বর রাজনৈতিক মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

জানা যায়, আলী আজমের মা সাহেরা বেগম বার্ধক্যজনিত কারণে গত রোববার বিকেলে মারা যান। মায়ের মৃত্যু সংবাদ পেয়ে শেষবার মাকে দেখতে এবং তার জানাজা পড়াতে আইনজীবীর মাধ্যমে গত সোমবার প্যারোলে মুক্তি চান তিনি।

আদালত সেদিন তাকে মুক্তি না দিয়ে মঙ্গলবার তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেন। পরে তিনি হাতকড়া ও ডাণ্ডাবেড়ি পরা অবস্থায় নিজ বাড়ির পাশে মায়ের জানাজা পড়ান।

আইকে