ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


ফোনে ডেকে কাঠুরিয়াকে হত্যা


১৪ অক্টোবর ২০১৮ ২৩:৩১

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মোবাইল ফোনে ডেকে এনে সেলিম মিয়া (৪০) নামের এক কাঠুরিয়াকে জবাই করে হত্যা দুর্বৃত্তরা। সেলিম মিয়া ভৈরব শিমুলকান্দি ইউনিয়নের শিমুলকান্দি বন্দের বাড়ীর বাসিন্দা।

শনিবার (১৩ অক্টোবর) শ্রীনগর ইউনিয়নের তেয়ারীরচর ইউনিয়নের একটি খালেরপাড় থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, নিহত সেলিম মিয়া কাঠুরিয়া হলেও সে গরু চোর দলের সদস্য ছিলেন। তাই ধারণা করা হচ্ছে ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের কারণে গরু চোরের অন্য সদস্যরা তাকে ডেকে নিয়ে হত্যা করে থাকতে পারে।

তবে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান জানান, সেলিমের নামে গরু চুরির কোন অভিযোগ বা মামলা নেই।

ওসি মোখলেছুর রহমান আরো জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে নিহতের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এসএমএন