ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


শহিদদের স্মরণ না করলে ইতিহাস অস্বীকার করা হবে: গোলাম কিবরিয়া মিয়াজী


১৭ ডিসেম্বর ২০২২ ০৬:৫১

১৯৭১ সালের এই দিনে পৃথিবীর বুকে বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্র ভূমিষ্ঠ হয়েছিল। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরেএসেছিল স্বাধীনতা। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বাংলার দামাল ছেলেরা বীরের বেশে জয় নিয়ে আসে। পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার জন্য যুদ্ধ, মায়ের ভাষায় কথা বলার জন্য যুদ্ধ, মাতৃভূমির কপালে লাল টিপ পড়ানোর জন্য যুদ্ধ, আর এই যুদ্ধ করার জন্য যে সকল শহীদরা নিজের জীবন উৎসর্গ করে গিয়েছে, তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। মহান স্বাধীনতার যুদ্ধে নিহত শহিদদের স্মরণ না করলে ইতিহাসকে অস্বীকার করা হবে। বাংলাদেশ যতদিন থাকবে বিশ্বের মানচিত্রে ততদিনবিনম্র শ্রদ্ধা সহকারে তাদের স্মরণ করে যাবে এ দেশের মানুষ।