দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ প্রকল্পের উদ্বোধন ‘লাভ ফর হিউম্যান বাংলাদেশ’-এলএফএইচবিডির

গাজীপুর সদর উপজেলার নয়নপুর এলাকায় সিএডি বেসামরিক ক্লাব মাঠে দুই হাজার সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পরিবারের মাঝে শীতের পোশাক বিতরণ করেছে লাভ ফর হিউম্যান বাংলাদেশ- এলএফএইচবিডি।
১৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে সংগঠনটির দাতা সদস্য আনোয়ার মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রিনা পারভিন।
দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ প্রকল্পের উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা আমজাদ হোসেন মোড়ল।
এসময় আরো উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক মাহমুদুল কবির রতন, আবু জাফর,মোশারফ হোসেন রুবেল প্রমূখ।
লাভ ফর হিউম্যান বাংলাদেশ-এলএফএইচবিডি সভাপতি জয়নার আবেদীনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে এই শীতবস্ত্র বিতরণ করেন।