ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


রাজধানীতে দুই মোটরসাইকেলে আগুন


১১ ডিসেম্বর ২০২২ ০৩:১১

রাজধানীর কমলাপুরে দুটি মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (১০ ডিসেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে মুগদা হাসপাতালের পাশে এ ঘটনা ঘটে।

কে বা কারা মোটরসাইকেল দু’টিতে আগুন দিয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস আ্যন্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার রকিবুল হাসান জানান, কিছুক্ষণ আগে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়ার খবর পেয়েছি। আমাদের টিম ঘটনাস্থলে গিয়েছে।

এদিকে রাজধানীর গোলাপবাগে বিএনপির সমাবেশ ঘিরে নগরজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সহিংসতা ও নাশকতা প্রতিরোধে র‌্যাব, পুলিশ, আনসার, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও বিভিন্ন সংস্থার গোয়েন্দা সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর ৩০ হাজার সদস্য দায়িত্ব পালন করছেন।

আইকে