র্যাবের হেলিকপ্টার টহল চলছে

বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর গোলাপবাগে সমাস্থলে নিরাপত্তা জোরদারে র্যাবের হেলিকপ্টার টহল চলছে।
শনিবার (১০ ডিসেম্বর) সকালে এক ক্ষুদে বার্তার মাধ্যমে র্যাবের মিডিয়া ইন থেকে এই তথ্য জানানো হয়।
র্যাব ছাড়ারও বিএনপির সমাবেশ ঘিরে ঢাকা মহানগর পুলিশের নিয়মিত সদস্য, আনসার, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও বিভিন্ন সংস্থার গোয়েন্দা সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর ৩০ হাজার সদস্য দায়িত্ব পালন করছেন। রাজধানীজুড়ে যে কোনো সহিংসতা ও নাশকতা প্রতিরোধে দায়িত্ব পালন করছেন তারা।
উল্লেখ্য, ঢাকায় বিএনপির সমাবেশ নিয়ে বেশ কিছু দিন ধরে সরকার ও বিএনপির মধ্যে উত্তেজনা তৈরি হয়। বিএনপি নয়াপল্টনে সমাবেশ করতে চাইলেও সরকারের পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যান বা যেকোনো মাঠে করার কথা বলা হয়। বিএনপি নয়াপল্টনেই সমাবেশ করতে অনড় অবস্থানে থাকে। এ নিয়ে বিতর্ক ও আলোচনার মধ্যেই গত বুধবার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংর্ঘষের ঘটনা ঘটে। এতে একজনের মৃত্যু এবং অনেকেই আহত হন।
আইকে