ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


নয়াপল্টনে বিএনপির সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া


৮ ডিসেম্বর ২০২২ ০৩:০২

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা-ধাওয়া চলছে।

বুধবার দুপুর ২টার দিকে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সকাল থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে আছে।

আগামী ১০ ডিসেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে উত্তপ্ত হয়ে উঠছে পল্টন এলাকা।

মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির কয়েকশ নেতাকর্মী নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন।

আজ অবস্থান নেওয়া নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাক-বিতণ্ডা ও ধাওয়া পাল্টা-ধাওয়া হয়।

আইকে