ঢাকা বুধবার, ৫ই নভেম্বর ২০২৫, ২২শে কার্তিক ১৪৩২


ঝিনাইদহে আওয়ামী লীগের র‌্যালি


১১ অক্টোবর ২০১৮ ০১:১৭

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় লুৎফুজ্জামানসহ ১৯ জনকে মৃত্যুদণ্ডাদেশ ও তারেক রহমানসহ ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ায় ঝিনাইদহে আনন্দ র‌্যালি ও সমাবেশ করেছে আওয়ামী লীগ।

জেলা আওয়ামী লীগের উদ্যোগে বুধবার দুপুরে শহরের পোস্ট অফিস মোড় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে সমাবেশে মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

এসময় বক্তরা বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দেওয়ার মধ্যে দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। তারা দ্রুত এ রায় কার্যকরের দাবি জানান।

এসএমএন