ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


বিপুল পরিমাণ ফেন্সিডিল জব্দ


১০ অক্টোবর ২০১৮ ২২:৩৫

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের সীমান্তে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল ফেন্সিডিল জব্দ করে।
বুধবার (১০ অক্টোবর) ভোরে এ অভিযান চালানো হয়। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি।

বিজিবি বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার মনির হোসেন জানান, গোপন সংবাদে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান ফেন্সিডিল এনে শিকড়ী পীরবাড়ি মোড় অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। বিজিবি উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। জব্দকৃত ফেন্সিডিল বোতলগুলো যশোর ব্যাটালিয়নের পাঠানো হবে।

এসএমএন