ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


কালীগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত


১০ অক্টোবর ২০১৮ ০১:২৬

“থাকলে কন্যা সুরক্ষিত, দেশ হবে আলোকিত” এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‌্যালী, কিশোর সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ অক্টোবর) সকালে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান রেজা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জুলফিকার আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার শরিফা আক্তার, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস প্রমুখ।

একই দিন সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে এক মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আইএমটি