বেনাপোল সীমান্তে ২ পিস স্বর্ণসহ আটক

যশোরে বেনাপোল চেকপোস্ট কাস্টমসের শুল্ক গোয়েন্দার সদ্যসরা অভিযান চালিয়ে ২ পিস র্স্বণের বারসহ সাইফুল ইসলাম(২৫)নামে এক পাসর্পোট যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা।
শুল্ক গোয়েন্দা জানায়, সোমবার (০৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি স্বর্ণের একটি চালান নিয়ে স্বর্ণ পাচারকারী বেনাপোল চেকপোস্ট কাস্টমস ইমিগ্রেশন দিয়ে ভারতে যাবে।
ইমিগ্রেশন কাষ্টমসের র্কাযক্রম শেষ করে ভারতে প্রবেশের সময় সাইফুল ইসলামকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করলে পাওয়া যায় ২ পিস র্স্বণের বার। পরে তাকে আটক করে উদ্ধারকৃত স্বর্ণের বারসহ বেনাপোল র্পোট থানায় সোর্পদ করা হয়েছে।
এসএমএন