নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানা সংলগ্ন বসিলা এলাকা থেকে নারীসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৮ অক্টোবর) সকালে র্যাব-১০ এর এ্যাডিশনাল এএসপি মহিউদ্দিন ফারুকী নতুন সময়কে মুঠো ফোনে এসব তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার উখিয়ার নুরুল আমিন (২৪), আবদুল করিম (৪৮) ও হালিমা বেগম রুনা (৩৬)।
র্যাব-১০ এর অপারেশন পরিচালক ফারুকী আরো জানান, এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রিত নগদ ২লক্ষ ৩০ হাজার টাকা জব্দ করা হয়।
এসএমএন