হাসপাতালের ব্যবহার করা মাস্ক শ্যাম্পু দিয়ে ধুয়ে বিক্রি

কভিড-১৯ এর আতঙ্কে উৎকণ্ঠিত সারা দেশ। এই সুযোগকে কাজে লাগিয়ে কয়েকটি চক্র মাত্রাতিরিক্ত দামে বিক্রি করছে মাস্ক ও হ্যান্ড গ্লাভ্স। এই বিষয়ে ভ্রাম্যমান আদালত ও আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় গাজীপুরের টঙ্গী থেকে নাসির নামের এক লন্ড্রী ব্যাবসায়ে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে জানা যায়, রাজধানীর উত্তরা, টঙ্গী ও গাজীপুরের প্রায় সবকটি হাসপাতালে অপারেশন পরর্ব্তী ফেলে দেওয়া সার্জিক্যাল মাস্ক ও হ্যান্ডগ্লাভ্স শ্যাম্পু দিয়ে ধুয়ে আয়রন করে দীর্ঘ দিন যাবৎ বাজারে বিক্রিয় করছে আসছিলেন নাসির।
স্থানীয়রা জানান,এলাকার একটি দোকানে মাস্ক আয়রন করতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ব্যবহৃত-নোংরা মাস্ক ও হ্যান্ড গ্লাভস উদ্ধার করা হয়। এই ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ। তবে মূলহোতাকে এখনো পুলিশ আটক করতে পারেনি।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে এসে দুজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক করতে অভিযান চলছে।
নতুনসময়/আইকে