ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২


উত্তরায় কিশোরীর রহস্যজনক মৃত্যু


২১ ফেব্রুয়ারি ২০২০ ০০:১৮

রাজধানীর উত্তরায় ছাদ থেকে লাফিয়ে পড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উত্তরা আজমপুর রাজউক কমার্শিয়াল কপ্লেক্সের পিছনে ৭ নং সেক্টর ৪ নং রোডে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে উপর থেকে পড়ে যাওয়ার শব্দ ও চিৎকার শুনে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি আনুমানিক ১৫/১৬ বছর বয়সের এক কিশোরীর মেয়ে রক্তাক্ত অবস্থায় বিল্ডিং এর পেছনের দিকে পড়ে আছে।পরে তাকে আহত অবস্থায় আর এম সি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কিছুক্ষণ পরেই উত্তরা পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
উত্তরা পশ্চিম থানার এস আই সুকান্ত অবজারভার প্রতিবেদককে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান নিহতের নাম তানজিন‌। বিস্তারিত পরে জানানো হবে