ঢাকা শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


নারায়ণগঞ্জে দগ্ধ আরও একজনের মৃত্যু


১৮ ফেব্রুয়ারি ২০২০ ২২:১৯

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় একই পরিবারের আটজন দগ্ধের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম মো. কিরণ মিয়া (৪৫)। এ নিয়ে এ ঘটনায় দুজনের মৃত্যু হলো।

সোমবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। কিরণের শরিরের ৭০ শতাংশ দগ্ধ ছিল।

নিহত কিরণ নরসিংদী জেলার শিবপুর থানার ইটখোলা গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।

ঢামেক পুলিশ ক্যাম্পে পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ঢামেক মর্গে রয়েছে।

এর আগে সোমরার দুপুরে মারা যান কিরনের মা নুর জাহান বেগম। তার শরিরে ৯৯% শতাংশ দগ্ধ ছিলো।

এ ঘটনায় ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন- মো. আবুল হোসেন (২৫) হিরণ মিয়া (২৫), মো. কাওসার (১৬), মুক্তা (২০), লিমা (৩) ও আপন (১০)।

গত সোমবার ভোর ৫টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় সাইনবোর্ড এলাকায় সাহেবপাড়া ফারুকের বাড়ির চারতলা ভবনের নিচতলায় গ্যাসলাইন বিস্ফোরণে একই পরিবারের আটজন দগ্ধ হন।