পাবনায় র্যাবের অভিযানে গাঁজার গাছ সহ আটক ১

র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যাবের একটি বিশেষ আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে গোপন সংবাদের ভিক্তিতে পাবনা জেলার সাঁথিয়া থানার নন্দন পুর ইউনিয়নের প্রিয়াদহ গ্রামে অভিযান চালিয়ে একটি তরতাজা গাজার গাছ উদ্ধার সহ এক জনকে আটক করেছেন। আটকৃত আব্দুল ওহাব (৪৫) প্রিয়াদহ গ্রামের মৃত মমিন উদ্দিন এর ছেলে । মঙ্গলবার বিকেলে গাজার গাছ সহ আব্দুল ওহাব (৪৫) কে আটক করে র্যাব।
এ বিষয়ে র্যাব ১২”ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার বলেন, আব্দুল ওহাব তার নিজ বাড়ীতে গাজার গাছ রোপন করে গাছটি বড় করেছিল। আমরা গোপন সংবাদের ভিক্তিতে গাঁজার গাছ সহ আব্দুল ওহাবকে আটক করেছি। গাছটি প্রায় ৫ কেজি হবে। আটকৃত আব্দুল ওহাবের বিরুদ্ধে মাদক মামলা রুজু হবে। তাকে আদালতে প্রেরণ করা হবে।