ময়মনসিংহে ১৫ লাখ টাকার ফেন্সিডিল উদ্ধার

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার করেছে। মঙ্গলবার (২৮) বিকালে র্যাব-১৪ এর সদস্যরা ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে একটি চালভর্তি ট্রাক তল্লাশী করে এ মাদক উদ্ধার করে।
এ সময় ট্রাকের চালক শাহীন আলম ও চালকের সহকারী রেজাউল করিমকে আটক করা হয়। সন্ধ্যায় র্যাব-১৪ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-১৪’র অধিনায়ক এফতেখার উদ্দিন জানান, উদ্ধার বঙ্গ থেকে গাড়ী করে মাদকের একটি বড় চালান ময়মনসিংহে ঢুকছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম মুক্তাগাছা উপজেলার রামচন্দ্রপুর নামক স্থানে অবস্থান নেয়।
সেখানে একটি চালভর্তি ট্রাক আটক করলে চালক ও হেল্পার দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাদেরকে আটক করে ড্রামে তল্লাশী চালিয়ে বস্থা ভর্তি ৯শ ৫ বোতল ফেন্সিডাইল জব্দ করা হয়। জব্দকৃত ফেন্সিডিল বাজার মূল্য আনুমানিক ১৫ লাখ টাকার বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এ সময় চালভর্তি ট্রাকসহ চালক ও হেল্পারকে আটক করা হয়।
নতুনসময়/আইএ