গাইবান্ধায় নিরাপদ সড়ক সম্পর্কে জনসচেতনা বিষয়ক আলোচনা সভা

গাইবান্ধা জেলা প্রশাসন,জেলা পুলিশ ও বিআরটিএ,গাইবান্ধা সার্কেল এর আয়োজনে নিরাপদ সড়ক সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে গাইবান্ধা সরকারি মহিলা কলেজ চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা প্রশাসক আবদুল মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম,এ্যাড.শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন,ট্রাফিক ইন্সপেক্টর প্রশাসন নুর হোসেন প্রমুখ। বক্তারা নিরাপদ সড়কের উপর গুরুত্বারোপ করে বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন।