ঢাকা শনিবার, ১৭ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২


ধর্ষণের পর ধর্ষিতার নগ্ন ছবি ভাইরাল, গ্রেপ্তার ১


২৭ জানুয়ারী ২০২০ ০৯:৪৫

ছবি প্রতীকী

রাজশাহীর মোহনপুরে এক সন্তানের জননীকে (২৩) ধর্ষণের পর নগ্নছবি ইন্টারনেটের মাধ্যমে মোবাইল ফোনে ভাইরালের অভিযোগে ধর্ষককে গ্রেপ্তার করেছে মোহনপুর থানা পুলিশ। এ ঘটনায় গৃহবধু নিজে বাদি হয়ে মোহনপুর থানায় ধর্ষণ ও পূর্ণোগ্রাফি আইনে মামলা দায়ের করেছেন। গৃহবধুকে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালের ওসিসি বিভাগে পাঠিয়েছে পুলিশ।

এ বিষয়ে জানেত চাইলে মোহনপুর থানার ওসি মোঃ মোস্তাক আহম্মেদ জানান, ৬/৭ মাস পূ‌র্বে উপজেলার খয়রা সীমা‌কোলা গ্রা‌মের সা‌হেব আলীর ছেলে র‌নি হো‌সেন (২৪) একই উপ‌জেলা আকুবা‌ড়ি গ্রা‌মের জ‌নৈক ব‌্যক্তির স্ত্রীর সা‌থে অবৈধ প্রেমের সম্পর্ক গ‌ড়ে তুল‌ে‌ । প্রেমের সূত্র ধ‌রে গত ২০ জানুয়ারি রাত ১০ টার ‍দিকে ভিক‌টি‌মের বা‌ড়ি গিয়‌ে ধর্ষণ করা অবস্থায় ধর্ষিতার নগ্গছ‌বি মোবাইল ফো‌নে ধারণ ক‌রে। গত শ‌নিবার রাতে গৃহবধু বা‌দি হ‌য়ে থানায় মামলা করলে পু‌লিশ আসা‌মি‌কে গ্রেপ্তার ও ভিক‌টিম‌কে উদ্ধার ক‌রে থানায় নিয়‌ে আ‌সেন। ও‌সি মোঃ মোস্তাক আহম্মেদ আরো জানান, আজ রবিবার ধর্ষণ ও পূর্ণোগ্রাফি আইনে আসা‌মি‌কে জেল হাজ‌তে প্রেরণ করা হ‌য়ে‌ছে।