আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক এর বিরুদ্ধে চাঁদা দাবির মিথ্যা অভিযোগ

সাভারের আশুলিয়ায় অন্যের ব্যবসা নিজের দাবি করে জোরপূর্বক ভাবে ব্যবসায়ী ঝুট ব্যবসা দখল চেষ্টার অভিযোগ উঠেছে একজন যুবলীগের কর্মীর বিরুদ্ধে। আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কমিটির মোঃ মাহফুজুর রহমান নামে এক ব্যক্তি জোরপূর্বক একাধিক ব্যক্তির ব্যবসা ছিনিয়ে নেয়ার পায়তারা চালাচ্ছেন।
আশুলিয়ার বাইপাইল নতুন পাড়া এলাকার সেবল টেক্স নামে প্রতিষ্ঠান থেকে প্রায় আট মাস যাবৎ ওয়েস্টেজ মালামাল ক্রয়ের ব্যবসা করে আসছেন নিহান এন্টারপ্রাইজের দাবীকৃত মালিক মাহাফুজ আহম্মেদ। এ জন্য আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার ও ধামসোনা ইউনিয়ন ইউনিয়ন যুবলীগের আশুলিয়া থানা আহ্বায়ক কমিটির সদস্য ১/ নজরুল ইসলাম(৪০), ২/সোহাগ তালুকদার(৪০), ৩/মনির মন্ডল(৪০), ৪/ইলিয়াস(৩৮), ৫/সালাম(৩৫), ৬/সানোয়ার হোসেন(৩৫) , ৭/ মনছুর (৪০), ৮/মোঃ কবির সরকার (৩৮) প্রতি মাসে ৪০ হাজার টাকা চাঁদা আদায় করতো অভিযোগ এনে। মাহফুজ আহমেদ বলেন
গত বৃহস্পতিবার বিকেলে বাইপাইল এলাকার নিহার এন্টারপ্রাইজের গোডাউনে এসে যুবলীগ নেতা কবির হোসেন সরকার ও তার উপরোক্ত লোকজন আমার নিকট এক লক্ষ টাকা চাঁদা দাবী করেন। চাঁদা দিতে অপরাগতা জানালে অস্ত্র দিয়ে প্রাননাশ ও ব্যবসা দখলের হুমকি প্রদান করেন।
এ ব্যাপারে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার বলেন এই ব্যবসাটি মূলত আমার ছিল, গত দুই বছর আগে সেবলটেক্স নামে ওই কারখানার ঝুট ব্যবসা মাহফুজ সহ কয়েকজন যুবলীগ কর্মীদের দিয়ে দেই মাহফুজ আমার বন্ধু হওয়ায় তাকে উক্ত ব্যবসার দায়িত্ব দেয়া হয় যে এই ব্যবসার লাভ্বা অংশ সবাইকে ভাগ করে দেয়ার জন্য কিন্তু মাহফুজ পরবর্তীতে উক্ত ব্যবসার কোন ভাগ নেতাকর্মীদের না দিয়ে একাই ব্যবসা পরিচালনা করেন। এবং ওই ব্যবসা এখন তার নিজের মনে করে অন্য কর্মীদের দিবেন না বলে তিনি বর্তমানে সকল নেতাকর্মীদের বাদ দিয়ে একাই ব্যবসাটি নেওয়ার জন্য গত বৃহস্পতিবার আশুলিয়া থানায় উপরোক্ত সকল নেতাদের নামে একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন।
আমিএ অভিযোগের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন্স) মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান, এ সংক্রান্ত বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।