ঢাকা শনিবার, ১৭ই মে ২০২৫, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২


গাজীপুরে ধর্ষণের অভিযোগে যুবক আটক


১১ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৪১

প্রতীকি  ছবি

গাজীপুর প্রতিনিধি, ওবাইদুল ইসলাম: গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে কিশোরী ধর্ষনের অভিযোগে জাহিদুল ইসলাম(২২) নামে এক যুবক আটক হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার দরগারচালা এলাকা থেকে তাকে আটক করে জয়দেবপুর থানা পুলিশ। আটক জাহিদুল ইসলাম জয়দেবপুর থানার দরগারচালা গ্রামের মো. ওহাব আলীর ছেলে। এ ব্যপারে কিশোরীর বাবা বাদী হয়ে থানায় অভিযোগ করেন। অভিযোগে জানা যায়, আটক জাহিদুল ইসলাম কিশোরীকে বিভিন্ন সময় চলারপথে কুপ্রস্তার দিয়ে উত্যক্ত করে। এ বিষয়টি কিশোরী তার বাবাকে জানালে তিনি আটক জাহিদুল ইসলামকে উত্যক্ত না করতে অনুরোধ করে। পরে জাহিদুলের বাবা ওহাব আনুমানিক একমাস আগে বিবাহে প্রস্তাব দিলে তিনি বিনয়ের সাথে তা প্রত্যাখান করে। এতে জাহিদুল ক্ষিপ্ত হয়। পরে সোমবার রাতে কিশোরী প্রাকৃতির ডাকে সাড়া দিতে টয়লেটে যাওয়ার পথে ভয়ভীতি ও হুমকি দিয়ে বাড়ির পার্শ্বে একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। পরে কিশোরীর চিৎকারে আশেপাশের লোকজন জাহিদুলকে আটক করে পুলিশকে খরব দিলে পুলিশ তাকে আটক থানা হেফাজতে নিয়ে আসে।
এ বিষয়ে জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ জাবেদুল ইসলাম জানান, মেয়ের বাবা বাদী হয়ে অভিযোগ দিয়েছেন। এ ব্যপারে মামলা রেকর্ড করা হয়েছে।