ঢাকা শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


হোপের চেষ্টায় এগিয়ে চলছে ওয়েস্ট ইন্ডিজ


১২ ডিসেম্বর ২০১৮ ০৭:০৮

ছবি সংগৃহিত

সিরিজে সমতা আনতে হলে ওয়েস্ট ইন্ডিজের আর দরকার ১২ ওভারে ৭৭ রান।

এই ম্যাচে শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ৩৬ ওভারে পাচ উইকেট হারিয়ে ১৭২ রান করে ।

ওয়েস্ট ইন্ডিজের ওপেনার হোপ ৮৬ রান নিয়ে এক প্রান্তে খেলে যাচ্ছে।এই মহুর্তে তাঁর সাথে রয়েছে চেজ ৫ রান নিয়ে।

সিরিজ জয়ে স্বাগতিকদের এখন দরকার হোপের উইকেটটি।তাঁকে ফেরাতে পারলেই জিতার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।

ক্যারিবীয় দলটির ইনিংসে শুরুতে আঘাত হানেন স্পিনার মেহেদী হাসান মিরাজ।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ গড়েছে ২৫৫ রান।

ইনিংসের শুরুতে চোট পেয়ে মাঠ ছাড়েন লিটন দাস ।

পরে দলীয় ১৪ রানে ইমরুল কায়েস শূণ্য রানে সাজঘরে ফিরলে শুরুতেই বিপদে পড়ে স্বাগতিরা।

মুশফিকুর রহিম ও তামিম ইকবালের ১১১ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথ দেখান।

এ সময় তামিম ৬৩ বলে ৫০ ও মুশফিক ৮০ বলে ৬২ রান করে আউট হন।

এরপর সাকিব ৬২ বলে ৬৫ রানের চমৎকার একটি ইনিংস খেললে দলের সংগ্রহটা বড় হয়।

ম্যাচের বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন আসেনি। সিরিজের প্রথম ওয়ানডের সব খেলোয়াড়ই দলে রয়েছেন।

বাংলাদেশের পাঁচ ক্রিকেটারের জন্য দারুণ এক কীর্তির ম্যাচ এটি।

জাতীয় দলের হয়ে একসঙ্গে শততম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলতে নেমেছেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ।

এই খেলোয়াড় এর আগে একসঙ্গে ৬৯টি ওয়ানডে, ২৯টি টি-টোয়েন্টি ও একটি টেস্ট ম্যাচ খেলেছেন।

এর মধ্যে ৪৭টি ম্যাচই জিতেছে বাংলাদেশ।

এ ছাড়া তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে যথাক্রমে ১৭, ২০ ও ২২ ডিসেম্বর।

প্রথম টি-টোয়েন্টি সিলেটে, বাকি দুটি হবে ঢাকায়।

 

এই ম্যাচে শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ৩৬ ওভারে পাচ উইকেট হারিয়ে ১৭২ রান করে ।

ওয়েস্ট ইন্ডিজের ওপেনার হোপ ৮৬ রান নিয়ে এক প্রান্তে খেলে যাচ্ছে।এই মহুর্তে তাঁর সাথে রয়েছে চেজ ৫ রান নিয়ে।

সিরিজ জয়ে স্বাগতিকদের এখন দরকার হোপের উইকেটটি।তাঁকে ফেরাতে পারলেই জিতার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।

ক্যারিবীয় দলটির ইনিংসে শুরুতে আঘাত হানেন স্পিনার মেহেদী হাসান মিরাজ।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ গড়েছে ২৫৫ রান।

ইনিংসের শুরুতে চোট পেয়ে মাঠ ছাড়েন লিটন দাস ।

পরে দলীয় ১৪ রানে ইমরুল কায়েস শূণ্য রানে সাজঘরে ফিরলে শুরুতেই বিপদে পড়ে স্বাগতিরা।

মুশফিকুর রহিম ও তামিম ইকবালের ১১১ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথ দেখান।

এ সময় তামিম ৬৩ বলে ৫০ ও মুশফিক ৮০ বলে ৬২ রান করে আউট হন।

এরপর সাকিব ৬২ বলে ৬৫ রানের চমৎকার একটি ইনিংস খেললে দলের সংগ্রহটা বড় হয়।

ম্যাচের বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন আসেনি। সিরিজের প্রথম ওয়ানডের সব খেলোয়াড়ই দলে রয়েছেন।

বাংলাদেশের পাঁচ ক্রিকেটারের জন্য দারুণ এক কীর্তির ম্যাচ এটি।

জাতীয় দলের হয়ে একসঙ্গে শততম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলতে নেমেছেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ।

এই খেলোয়াড় এর আগে একসঙ্গে ৬৯টি ওয়ানডে, ২৯টি টি-টোয়েন্টি ও একটি টেস্ট ম্যাচ খেলেছেন।

এর মধ্যে ৪৭টি ম্যাচই জিতেছে বাংলাদেশ।

এ ছাড়া তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে যথাক্রমে ১৭, ২০ ও ২২ ডিসেম্বর।

প্রথম টি-টোয়েন্টি সিলেটে, বাকি দুটি হবে ঢাকায়।