ঢাকা শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


পাকিস্থানের বিপক্ষে নিউজিল্যান্ডে ঐতিহাসিক জয়


৯ ডিসেম্বর ২০১৮ ০২:০৮

ফাইল ফটো

তৃতীয় টেস্টে পাকিস্থানকে ১২৩ রানে হারিয়ে নিউজিল্যান্ড সিরিজ জিতল ২-১ ব্যবধানে।

এই জয়ের ফলে দীর্ঘ ৪৯ বছর পর দেশের বাইরে পাকিস্থানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতল নিউজিল্যান্ড ।

এর আগে ১৯৬৯ সালে পাকিস্থানের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল নিউজিল্যান্ড।

গতকাল ৭ উইকেটে ৩৫৩ রানে ইনিংস ঘোষণা করেছিল নিউজিল্যান্ড। জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য ২৮০।

কিন্তু ১৫৬ রানে গুটিয়ে ম্যাচের পাশাপাশি হারে সিরিজও।

আবুধাবিতে প্রথম টেস্টে জয়ের দুয়ারে ছিল পাকিস্তান।

সেটাতে হেরে যায় ৪ রানে।

দুবাইয়ে ঘুরে দাঁড়িয়ে সরফরাজের দল জেতে ইনিংস ও ১৬ রানে।

সিরিজের শেষ টেস্ট আবুধাবিতে লিডও পায় প্রথম ইনিংসে।

নিউজিল্যান্ডের ২৭৪ রানের জবাবে পাকিস্তান করে ৩৪৮।

কিন্তু ব্যবধান গড়ে দিয়েছে দ্বিতীয় ইনিংসে কেন উইলিয়ামসন ও হেনরি নিকোলসের সেঞ্চুরি।

পঞ্চম উইকেটে দুজনের অবদান ২১২ রানের জুটি।

আগের দিনের ১৩৯ রানের সঙ্গে অবশ্য গতকাল আর কিছু যোগ করতে পারেননি উইলিয়ামসন।

শুরুতেই এলবিডাব্লিউ হাসান আলীর বলে।

তবে টেলএন্ডারদের নিয়ে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরিটা করে ফেলেন নিকোলস।

২৬৬ বলে ১২ বাউন্ডারিতে শেষ পর্যন্ত অপরাজিত ১২৬ রানে।

কলিন ডি গ্র্যান্ডহোম ২৬ ও টিম সাউদি ১৫ করে সঙ্গ দেন তাঁকে।

উইলিয়ামসন ৭ উইকেটে ৩৫৩-তে ইনিংস ঘোষণা করলে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ২৮০।

ইয়াসির শাহ ৪টি ও ২ শিকার শাহীন শাহ আফ্রিদীর।

জবাবে নড়বড়ে শুরু পাকিস্তানের। অবসরের ঘোষণা দেওয়া মোহাম্মদ হাফিজ ৮ করে বোল্ড টিম সাউদির বলে।

ব্যাট হাতে নামার আগে সতীর্থরা সংবর্ধনা দিয়েছিলেন তাঁকে।

কিন্তু ৫৫ টেস্টে ১০ সেঞ্চুরি ১২ ফিফটিতে ৩৬৫২ রান করা হাফিজ ব্যর্থ শেষ ইনিংসে।
টেস্ট অভিষিক্ত উইলিয়াম সমারভিলের অফ স্পিনে গুঁড়িয়ে যায় মিডলঅর্ডার।

তিনি ফেরান হারিস সোহেল, আসাদ শফিক ও অধিনায়ক সরফরাজ আহমেদকে।

বাবর আজমের ফিফটি ছাড়া বলার মতো তেমন কিছু করতে পারেনি কেউ।