ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের নেতৃত্বে শাহজাহান আলম খান
মো: শাহজাহান আলম খান, আয়কর ও ভ্যাট উপদেষ্টা সম্প্রতি অনুষ্ঠিত ২০২৩-২০২৪ ইং সনের নির্বাচনে ঐতিহ্যবাহী ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশন এর সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ইতিপূর্বে তিনি ২০২০-২০২১ ইং সনে ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশন এর কার্যনির্বাহী সদস্য ছিলেন।
শাহজাহান আলম খান ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের মানাজি গ্রামের ঐতিহ্যবাহী খান পরিবারের সন্তান। তিনি ১৯৯১ সনে ব্রাহ্মনশাসন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৯৩ সনে জিবিজি বিশ্ববিদ্যালয়, কলেজ ঘাটাইল থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। স্কুল ও কলেজ জীবনে তিনি ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।
পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা ছিলেন। তিনি বিভিন্ন দেশীয় কর্পোরেট কোম্পানি ও বিদেশি কোম্পানিতে চাকুরী করেছেন। বর্তমানে তিনি আয়কর ও ভ্যাট উপদেষ্টা হিসাবে বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সহিত কাজ করছেন। তিনি একজন রোটারিয়ান। তিনি টাঙ্গাইল জেলা সমিতি, ঢাকার জীবন সদস্য। এছাড়াও বাংলাদেশ ভ্যাট প্রফেশনালস ফোরাম, বাংলাদেশ কোম্পানি ল' প্র্যাকটিশনারস সোসাইটির সদস্য এবং বাংলাদেশ আওয়ামী কর আইনজীবীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।