ঢাকা রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫, ৫ই কার্তিক ১৪৩২


ফের ইনজুরিতে ইয়ামাল


৪ অক্টোবর ২০২৫ ১১:৩৮

সংগৃহীত

আবারও ইনজুরিতে পড়েছেন লামিন ইয়ামাল। চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে ম্যাচের কুঁচকির চোটে পড়েন এই স্প্যানিশ তারকা।

 

শুক্রবার (৩ অক্টোবর) জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য ইয়ামালকে নিয়ে ২৬ সদস্যের দল ঘোষণা করেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। কিন্তু এরপরই আসে ইনজুরির খবর।

 

ফিট হয়ে মাঠে ফিরতে অন্তত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ইয়ামালকে। এই চোটের কারণে জাতীয় দলের হয়ে দুই ম্যাচের পাশাপাশি বার্সেলোনার হয়ে লা লিগায় সেভিয়া আর চ্যাম্পিয়নস লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে ম্যাচ মিস করবেন তিনি।

 

ইয়ামালের জন্য এই ইনজুরি অবশ্য নতুন নয়। গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিরতিতে তুরস্ক ও বুলগেরিয়ার বিপক্ষে খেলার সময় প্রথমবার কুঁচকির চোট পান, যা নিয়ে ক্লাব ও দেশের মধ্যে টানাপোড়েনও তৈরি হয়েছিল।অ্যাক্টিভওয়্যার

 

বার্সেলোনা কোচ হানসি ফ্লিক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘স্পেন দলের উচিত খেলোয়াড়দের আরও যত্ন নেয়া।’ তার মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। তিনি পাল্টা জবাবে বলেন, ‘ফ্লিকও তো জাতীয় দলের কোচ ছিলেন। তাই তার কাছ থেকে আরও সহানুভূতি আশা করেছিলাম।’

 

উল্লেখ্য, তরুণ বয়সেই দলের মূল ভরসা হয়ে ওঠা ইয়ামালের চোট বার্সার জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা। সামনে ঘন ঘন ম্যাচের ভিড়ে তাকে ছাড়া আক্রমণভাগ সামলানো কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কাতালানদের জন্য