তামিমসহ যে ১৫ জন সরে গেলেন বিসিবির ভোটের মাঠ থেকে

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন সামনে রেখে বুধবারের (১ অক্টোবর) সকালটা ছিল বেশ আলোচনামুখর। অবশ্য আগে থেকেই গুঞ্জন ছিল নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়াবেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। হলোও তাই। সরকারি হস্তক্ষেপ ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে দু’জন বাদে পুরো প্যানেলসহ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নিজের প্রার্থিতা তুলে নেন এই ক্রিকেটার।বাংলাদেশ ভ্রমণ
আজ সকাল সোয়া দশটার দিকে তামিম ইকবাল তার প্যানেলের সদস্য রফিকুল ইসলাম বাবু, মাসুদুজ্জামানসহ অন্যদের নিয়ে বিসিবি কার্যালয়ে উপস্থিত হন এবং রিটার্নিং অফিসারের কাছে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
তার সঙ্গে প্রার্থীতা প্রত্যাহার করা অন্যরা হলেন, ইন্দিরা ক্রীড়া চক্র থেকে রফিকুল ইসলাম বাবু, মোহামেডানের মাসুদুজ্জামান, ফেয়ার ফাইটার্সের সাঈদ ইব্রাহীম আহমেদ, চট্টগ্রাম জেলার মির হেলাল, তেজগাঁও ক্রিকেট একাডেমির সৈয়দ বুরহান হোসেন পাপ্পু, এক্সিউম ক্রিকেটার্সের ইসরাফিল খশরু, প্রগতি সেবা সংঘের সাব্বির আহমেদ রুবেল, পাবনার তৌহিদ তারেক, শাইনপুকুরের আসিফ রাব্বানী, ক্যাটাগরি-৩ এর সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর, আজাদ স্পোর্টিংয়ের ইয়াসির আব্বাস, সূর্যতরুণের ফাহিম সিনহা, গোপিবাগ ফ্রেন্ডসের সাইফুল ইসলাম সপু ও বাংলাদেশ বয়েজের ওমর শরীফ মোহাম্মদ ইমরান।
এদিকে, তামিম ইকবালের প্যানেল থেকে নাম প্রত্যাহার করেননি ইসতিয়াক সাদেক ও শানিয়ান তানিম।