ঢাকা শনিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৫, ৬ই আশ্বিন ১৪৩২


ফ্রান্স নয়, আলজেরিয়ার হয়ে খেলবেন জিদানের ছেলে


২০ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৯

সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলে আলজেরিয়ার হয়ে খেলবেন ফ্রেন্স কিংবদন্তি জিনেদিন জিদানের দ্বিতীয় পুত্র ২৭ বছর বয়সী গোলরক্ষক লুকা জিদান। গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আলজেরিয়ান ফুটবল ফেডারেশন এ বিষয়টি নিশ্চিত করেছেন। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে চূড়ান্ত অনুমোদনও মিলেছে।

 

পেশাদার গোলকিপার লুকা, বর্তমানে স্পেনের সেকেন্ড ডিভিশন ক্লাব গ্রানাডার হয়ে খেলছেন। এ ছাড়াও, ফ্রাসের অনূর্ধ্ব-২০ দলের সদস্য ছিলেন তিনি। চার ছেলের মধ্যে দ্বিতীয় লুকা। তারা সবাই রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে উঠে এসেছে। ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত ছিলেন রিয়ালে তিনি। তবে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র দুটি ম্যাচে মাঠে নামার সুযোগ ঘটে তার।

 

ফিফার আইন অনুযায়ী, আন্তর্জাতিক ফুটবলে কোনো দেশের হয়ে খেলতে গেলে ফুটবলারকে অবশ্যই সেই দেশের নাগরিক হতে হবে। এজন্য নিজের দাদার জন্মভূমি আলজেরিয়ার নাগরিকত্ব গ্রহণ করেছেন লুকা।

 

আসন্ন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপ খেলার লক্ষ্যে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার খুব কাছে রয়েছে আলজেরিয়া। আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বে ‘জি’ গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান তাদের। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১৯। সমান ম্যাচে দুইয়ে থাকা উগান্ডা পেয়েছে ১৫ পয়েন্ট।