ঢাকা শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৫, ৫ই আশ্বিন ১৪৩২


ডি ব্রুইনার আবেগঘন প্রত্যাবর্তন, ম্যানচেস্টার সিটির শুভসূচনা


১৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৮

সংগৃহীত

গত জুনে চুক্তির মেয়াদ শেষ হলে ইতিহাদ ছাড়েন কেভিন ডি ব্রুইনা। বিদায়ের সময় বলেছিলেন, বাধ্য হয়েই ছাড়তে হয়েছে ভালোবাসার ক্লাব। এরপর প্রথমবারের মতো আবেগঘন এক প্রত্যাবর্তন হলো ভালোবাসার এই স্টেডিয়ামে। ম্যানচেস্টার সিটির দর্শক-সমর্থকরা এই বেলজিয়ান তারকাকে নায়কের মর্যাদায় বরণ করে নিলেও জয় পায়নি কেডিবির দল।

 

নাপোলিকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠ ইতিহাদে আর্লিং হালান্ড ও জেরোমি ডকুর গোলে নাপোলিকে ২-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল।

 

ম্যাচের ২১ মিনিটে বক্সে হালান্ডকে ফাউল করে লাল কার্ড দেখেন জিওভান্নি ডি লরেঞ্জো। নাপোলি ক্যাপ্টেন লাল কার্ড দেখলে মাত্র ২৬ মিনিটেই ডি ব্রুইনাকে তুলে নেন কোচ।