১০ জন নিয়েও রিয়ালের দুর্দান্ত জয়, লা লিগায় চারে চার

লা লিগায় রিয়াল মাদ্রিদের চারে চার, চার ম্যাচের চারটিতেই জয়। এ ম্যাচেও প্রায় এক ঘণ্টা ১০ জনের দল নিয়ে খেলে জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পে ও আরদা গুলেরের গোলে রিয়াল সোসিয়েদাদকে ২–১ ব্যবধানে হারিয়েছে জাবি আলোনসোর দল।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে সোসিয়েদাদের মাঠে ম্যাচের ১২তম মিনিটেই প্রথম গোল করেন এমবাপ্পে। তবে ৩২তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়ালের ডিন হুইজেন।
১০ জনের দল নিয়েই দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান তরুণ তারকা আরদা গুলের। এমবাপ্পের পাস থেকে ৪৪তম মিনিটে চমৎকার ফিনিশিংয়ে গোলটি করেন তিনি।
দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন মিকেল ওয়ারইয়াবাল। শেষদিকে রিয়ালের রক্ষণভাগ জমাট থেকে জয় ধরে রাখে। ৮২তম মিনিটে অভিষেক হয় নতুন যোগ দেওয়া ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের।
বল দখলে এগিয়ে থাকলেও (৬৪% বনাম ৩৬%) সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় সোসিয়েদাদ। উভয় দলের শট অন টার্গেট ছিল যথাক্রমে ৪ ও ৬টি।
চার ম্যাচে টানা চার জয় নিয়ে ১২ পয়েন্ট নিয়ে লা লিগা শীর্ষে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় স্থানে থাকা দলগুলোর চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে তারা।