ঢাকা বুধবার, ১০ই সেপ্টেম্বর ২০২৫, ২৭শে ভাদ্র ১৪৩২


হংকংকে ৯৪ রানে হারিয়ে এশিয়া কাপ শুরু করলো আফগানিস্তান


১০ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৭

সংগৃহীত

উদ্বোধনী ম্যাচে হংকংকে ৯৪ হারিয়ে এবারের এশিয়া কাপের আসর শুরু করেছে আফগানিস্তান। তাদের দেয়া ১৮৯ রানের জবাবে ৯৪ রানে থামে হংকংয়ের ইনিংস।

 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় উদ্বোধনী এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।

 

আবুধাবিতে ব্যাট করতে নেমে শুরুতেই গুরবাজকে হারায় আফগানিস্তান। উইকেটে থিতু হতে পারেননি ইবরাহিম জাদরান।। এরপর ৫১ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন মোহাম্মদ নবী ও সাদিকুল্লাহ অতল। এই জুটি ভাঙে নবী ৩৩ রানে আউট হলে। এরপর ২১ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলেন আজমতউল্লাহ ওমরজাই। শেষ পর্যন্ত এক প্রান্ত আগলে রাখা অতলের ৭৩ রানের ইনিংসে ১৮৮ রানের বিশাল পুঁজি পায় আফগানরা।

 

জবাবে গোল্ডেন ডাক মেরে ফেরেন আনশি রাঠ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে হংকং। দলীয় ৪৩ রানে ৫ম উইকেট হারায় দলটি। সর্বোচ্চ ৩৯ রান করা বাবর হায়াত ফিরলে ভাঙে শেষ প্রতিরোধ।

 

উল্লেখ্য, গতকাল পর্দা উঠেছে এশিয়া কাপের ১৭তম আসরের। এশিয়া কাপের আগের ১৬ আসরের ১৪টিই হয়েছে ওয়ানডে ফরম্যাটে। এই নিয়ে তৃতীয় বারের মত টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। বাংলাদেশ গ্রুপ পর্বের তিনটি ম্যাচই খেলবে আবুধাবিতে। টুর্নামেন্টে তিনবার ফাইনাল খেলা বাংলাদেশের এবারের প্রত্যাশা শিরোপা জয়।