ঢাকা শুক্রবার, ৫ই সেপ্টেম্বর ২০২৫, ২১শে ভাদ্র ১৪৩২


সাকিবকে টপকে টি-টোয়েন্টির দীর্ঘতম ক্যারিয়ার এখন উইলিয়ামসের


৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২০

সংগৃহীত

সাকিব আল হাসানকে ছাড়িয়ে দীর্ঘতম টি-টোয়েন্টি ক্যারিয়ারের মালিক এখন শন উইলিয়ামস। ২০০৬ সালে অভিষেক হয়েছিল ৩৮ বছর বয়সী জিম্বাবুইয়ান অলরাউন্ডারের।

 

বুধবার (৩ সেপ্টেম্বর) হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলে জিম্বাবুয়ে। এ ম্যাচ দিয়েই অবসর ভেঙে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরেছেন বাঁহাতি অলরাউন্ডার উইলিয়ামস।

 

দলে ফিরেই সাকিবের দীর্ঘতম টি-টোয়েন্টি ক্যারিয়ারের রেকর্ডটি ভাঙ্গেন তিনি। অভিষেক হওয়ার পর থেকে ১৮ বছর ২৭৯ দিন পর্যন্ত ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট খেলে যাচ্ছেন এই রোডেশিয়ান অলরাউন্ডার। অপরদিকে, ১৭ বছর ২০৯ দিন ধরে টি-টোয়েন্টি খেলে দীর্ঘতম ক্যারিয়ারের তালিকায় এখন দ্বিতীয় স্থানে আছেন সাকিব।

 

মজার ব্যাপার হলো, সাকিব আল হাসান ও শন উইলিয়ামসের একই দিনে একই ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যাত্রা শুরু হয়েছিল— ২৮ নভেম্বর ২০০৬, খুলনায়।