ঢাকা সোমবার, ১লা সেপ্টেম্বর ২০২৫, ১৮ই ভাদ্র ১৪৩২


ইনজুরিতে গাভি, মিস করবেন বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচ


৩১ আগস্ট ২০২৫ ১১:২৭

সংগৃহীত

ইনজুরিতে পড়েছেন বার্সেলোনার তরুণ মিডফিল্ডার গাভি। আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর তাকে পাওয়ার আশা করছেন কাতালানরা। জাতীয় দলের অনুশীলনেও তাকে পাওয়া নিয়ে জেগেছে শঙ্কা।

 

মূলত, ডান হাঁটুর চোট থেকে সেরে ওঠার জন্য কাজ করছেন গাভি। অনুশীলনের সময় চোট পেয়েছেন ২১ বছর বয়সী এই ফুটবলার।

 

আপাতত তাকে পাচ্ছে না বার্সেলোনা ও স্পেন দল। সেপ্টেম্বরের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দুটির জন্য ঘোষিত দলে গাভিকে রেখেছিল স্পেন। তবে, শনিবার স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিতে পারছেন না তিনি।

 

আগামী ৪ সেপ্টেম্বর বুলগেরিয়ার মাঠে খেলবে স্প্যানিশরা। এর তিন দিন পর তারা লড়বে তুরস্কের বিপক্ষে।