লিটনের ঝড়ো ব্যাটিংয়ে সহজ জয় বাংলাদেশের

বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের মধ্যকার ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে এক দুর্দান্ত পারফরম্যান্সে ১৩৭ রানের লক্ষ্যে সহজেই জয়লাভ করেছে বাংলাদেশ। আজকের ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে লিটন দাসের দল।
নেদারল্যান্ডস প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ১৩৬/৮ রান করে। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ছিলেন শাসক, ৪ ওভারে ২৮ রানে ৪ উইকেট তুলে নেন। তিনি একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে নেদারল্যান্ডসের ইনিংস ভেঙে দেন। বিশেষ করে পাওয়ারপ্লেতে মাক্স ওদা’উদ এবং ভিক্রমজিৎ সিংয়ের উইকেটগুলো নেওয়ার পর দল পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে।