ফ্রান্স দলে আকিউস, বাদ পড়লেন একিতিকে

ফ্রান্সের বিশ্বকাপ বাছাই দলে চমক। প্রথমবারের মতো ফ্রান্স জাতীয় দলের স্কোয়াডে জায়গা পেয়েছেন মোনাকোর উইঙ্গার মাহনেস আকিউস। তবে লিভারপুলে দুর্দান্ত শুরুর পরও ফরাসি কোচ দিদিয়ের দেশমের নজর কাড়তে পারলেন না হুগো একিতিকে।
সেপ্টেম্বরে ইউক্রেন ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে ফ্রান্স। এই দুই ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন দিদিয়ের দেশম।
গত মৌসুমে মোনাকোর হয়ে মাঠে দ্যুতি ছড়িয়ে ছিলেন আকিউস। চলতি মৌসুমের শুরুটা হয়েছে দুর্দান্ত। ক্লাবে ধারবাহিক পারফর্ম করার পুরস্কার হিসেবে এবার ডাক পেলেন জাতীয় দলে।
লিওঁ থেকে ম্যানসিটিতে যোগ দেয়ার আগে জুনে ফ্রান্সের সিনিয়র দলে ডাক পান রায়ান শেরকি। তাকেও অন্তর্ভুক্ত করেছেন দেশম। এছাড়াও দলে আছেন চুয়ামেনি, কুন্দে, দেম্বেলে, থিও হার্নান্দেজ, এমবাপ্পের মতো তারকা ফুটবলাররা।
২০২৬ বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ‘ডি’ গ্রুপে আগামী ৫ সেপ্টেম্বর পোল্যান্ডের মাঠে ইউক্রেনের মুখোমুখি হবে ফ্রান্স। ৯ সেপ্টেম্বর ঘরের মাঠে আইসল্যান্ডের বিপক্ষে খেলবে দুইবারের বিশ্বকাপজয়ীরা।
ফ্রান্সের স্কোয়াড—
গোলরক্ষক: লুকাস শেভালিয়ে, মাইক মেনিয়ান, ব্রিস সাম্বা
ডিফেন্ডার: লুকাস ডিন, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, জুলেস কুন্দে, উইলিয়াম সালিবা, দাইওত উপামেকানো
মিডফিল্ডার: দিজিরে দুয়ো, মানু কোনে, আদ্রিয়েন রাবি, অহেলিয়া চুয়ামেনি, কেফরেন থুরাম
ফরোয়ার্ড: মাহনেস আকিউস, ব্রাডলি বারকোলা, রায়ান শেরকি, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, মার্কাস থুরাম।