ঢাকা বুধবার, ২৭শে আগস্ট ২০২৫, ১৩ই ভাদ্র ১৪৩২


স্কিন ক্যান্সারে আক্রান্ত মাইকেল ক্লার্ক


২৭ আগস্ট ২০২৫ ১২:৪৯

সংগৃহীত

স্কিন ক্যান্সারে আক্রান্ত অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। নাক থেকে ক্যান্সারের অংশ কেটে ফেলা নিয়ে আজ বুধবার (২৭ আগস্ট) সামাজিকমাধ্যমে এক পোস্ট দেন সাবেক এই অজি তারকা।

 

তিনি বলেন, ত্বকের ক্যান্সার এখন বাস্তব ঘটনা, বিশেষ করে অস্ট্রেলিয়ায়। আজ আবার আমার নাক থেকে (স্কিন) ক্যান্সারের একটি অংশ কেটে ফেলা হয়েছে।

 

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বলেন– সবাইকে আন্তরিকভাবে মনে করিয়ে দিতে চাই, আপনার ত্বক নিয়মিত পরীক্ষা করুন। প্রতিরোধই সর্বোত্তম সমাধান, তবে আমার ক্ষেত্রে নিয়মিত চেকআপ আর প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণই ছিল বড় বিষয়।

 

২০০৬ সালে মুখে স্কিন ক্যান্সারের প্রাথমিক উপসর্গ টের পেয়েছিলেন অজি কিংবদন্তি মাইকেল ক্লার্ক। পরবর্তীতে কয়েক দফায় এর চিকিৎসাও নেন তিনি। এর আগে, ২০১৯ সালে কপালে ক্যান্সারের একটি অংশ দূর করার কথা জানান ক্লার্ক।

 

অস্ট্রেলিয়ার জার্সিতে ১১৫ টেস্ট, ২৪৫ ওয়ানডে ও ৩৪ টি-টোয়েন্টি খেলেছেন সাবেক এই ডানহাতি ব্যাটার। তার অধীনেই ২০১৫ বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরেছিল অজিরা।