ঢাকা সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


যেমন ছিল ইউরোপিয়ান ফুটবলে নতুন মৌসুমের প্রথম দিন


১৬ আগস্ট ২০২৫ ১১:৫৩

সংগৃহীত

শুরু হলো ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নতুন মৌসুম। জয় দিয়ে ইপিএলের শিরোপা ধরে রাখার মিশন শুরু করলো চ্যাম্পিয়ন লিভারপুল। ঘরের মাঠে বোর্নমাউথকে ৪-২ গোলে হারিয়েছে আর্নে স্লটের দল। এদিকে লা লিগার উদ্বোধনী ম্যাচে জিরোনাকে ৩-১ গোলে হারিয়েছে রায়ো ভায়োকানো। আর জার্মান কাপে প্রত্যাশিত বড় জয় পেয়েছে বেয়ার লেভারকুসেন।

 

শুক্রবার (১৫ আগস্ট) বাংলাদেশ সময় দিবাগত রাতে অনুষ্ঠিত হয় ম্যাচগুলো।

 

ইংলিশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে ঘররে মাঠ অ্যান্ডফিল্ডে বোর্নমাউথকে আতিত্য দেয় লিভারপুল। ৩৭ মিনিটে প্রথম লিড নেয় স্বাগতিকরা। নতুন রিক্রুট হুগো একিটিকে প্রথম ম্যাচেই গোলের দেখা এগিয়ে যায় অলরেডরা। ফরোয়ার্ড কোডি গ্যাকপো দলের ব্যবধান দ্বিগুন করেন। একিটিকের অ্যাসিস্টে ৪৯ মিনিটে স্কোর শিটে নাম তোলেন এই ডাচ। তবে এরপর লিভাপুল ভক্তদের চমকে দেয় বোর্নমাউথ। ৬৪ ও ৭৬ মিনিটে জোড়া গোল করে অতিথিদের সমতায় ফেরান আন্তোইন সেমেনিও। তবে ৮৮ মিনিটে লিভারপুলের ত্রাতা হয়ে আসেন ইতালিয়ান স্ট্রাইকার ফেডেরিকো কিয়েসা। বদলি হিসেবে নামার পর দলকে আবারো এগিয়ে দেন কিয়েসা। আর ম্যাচের ইনজুরি সময়ে মোহাম্মদ সালাহ গোলের দেখা পেলে, ৪-২ গোলের জয় পায় লিভারপুল।

 

লা লিগার উদ্বোধনী দিনে ছিলো দুটি ম্যাচ। প্রথম ম্যাচে ঘরের মাঠে রায়ো ভায়োকানোকে আতিথ্য দেয় জিরোনা। কিন্তু প্রথমার্ধেই জিরোনাকে ম্যাচ থেকে ছিটকে দেয ভায়োকানো। ১৮ মিনিটে ডি ফ্রুটোসের গোলে প্রথম লিড নেয় রায়ো। এরপর ২০ মিনিটে আলভারো গার্সিয়া আর প্রথমার্ধের ইনজুরি সময়ে প্রতিপক্ষ ফুটবলারকে ফউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জিরোনা গোলরক্ষক পাউলো গাজানিগা। স্পট কিকি থেকে ভায়োকানোর হয়ে তৃতীয় গোল করেন আইস পালাজন। ম্যাচের দ্বিতীয়ার্ধে জিরোনা ১ গোল শোধ দিলে, ৩-১ এর জয় পায় ভায়োকানো।

 

দ্বিতীয় ম্যাচে রিয়াল ওভিয়েদোর বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে ভিয়ারিয়াল। ২৯ মিনিটে ইয়ং আর ৩৬ মিনিটে পাপে গুয়ে গোল করলে ২-০ গোলের জয় পায় ভিয়ারিয়াল।

 

ফ্রেঞ্চ লিগ ওয়ানের মৌসুমের প্রথম ম্যাচে জয় পেয়েছে রেনেস। ব্লাসের একমাত্র গোলে নিজেদের মাঠে মার্সেইকে হারিয়েছে তারা।

 

এদিকে, জার্মানির ফুটবল শুরু হয়েছে ডিএফবি পোকাল বা জার্মান কাপ দিয়ে। যে ম্যাচে এসজি সোনেনহফকে ৪-০ গোলে হারিয়েছে বেয়ার লিভারকুসেন। ৩২ মিনিটে প্যাটট্রিক শিখ, ৭৪ মিনিটে আর্থুর,৮৪ মিনিটে কোফানা আর ৮৭ মিনিটে গ্রিমালদো গোলের দেখা পেলে বড় জয়ে মৌসুম শুরু হলো এরিক টেন হাগের লেভারকুসেনের। জার্মান লিগ বুন্দেসলিগার পর্দা উঠবে আগামী ২২ আগস্ট।