ঢাকা মঙ্গলবার, ৪ঠা নভেম্বর ২০২৫, ২০শে কার্তিক ১৪৩২


এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ


৩ আগস্ট ২০২৫ ১৪:২৬

সংগৃহীত

আগামী ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। আসরের পর্দা নামবে ২৮ সেপ্টেম্বর। প্রাথমিকভাবে এবারের আসরের আয়োজক ভারত হলেও, পরিবর্তিত পরিস্থিতি সেটি বদলে দেয়। রোববার (৩ আগস্ট) আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়। গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়াম।

 

এবারের আসরে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। ১৩ ও ১৬ সেপ্টেম্বর টাইগাররা মুখোমুখি হবে যথাক্রমে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের।

 

ভারত-পাকিস্তানের বিগ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ১৪ সেপ্টেম্বর। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গী ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এই গ্রুপের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইতে।