ঢাকা সোমবার, ৭ই জুলাই ২০২৫, ২৪শে আষাঢ় ১৪৩২


মুল্ডারের রেকর্ড, রানের পাহাড়ে দ.আফ্রিকা


৭ জুলাই ২০২৫ ১৭:৫৯

সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে ইতিহাস গড়েছেন উইয়ান মুল্ডার। দক্ষিণ আফ্রিকার এই অধিনায়ক বুলাওয়ে টেস্টে ৩৩৪ বলে ৪৯টি চার আর ৪টি ছক্কার সাহায্যে খেলেন ৩৬৭* রানের ইনিংস।

 

এই ইনিংস খেলার মধ্য দিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখলেন মুল্ডার। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি এবং ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেন মুল্ডার। তার আগে প্রোটিয়া ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ ৩১১* রান করেছিলেন হাশিম আমলা।

 

মুল্ডার চাইলেই কিংবদন্তি ব্রায়ান লারার ৪০০ রানের ইনিংস ছাড়িয়ে যেতে পারতেন। সেজন্য তাকে আরও ৩৩ রান করতে হতো। অধিনায়ক হিসেবে তার সামনে সুযোগও ছিল। কিন্তু তিনি সেই সুযোগ নেননি। দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতির পর ৫ উইকেটে ৬২৬ রান করে ইনিংস ঘোষণা দেন। 

 

মুল্ডারের ট্রিপল সেঞ্চুরি এসেছে মাত্র ২৯৭ বলে। যা টেস্ট ইতিহাসের দ্বিতীয় দ্রুততম ট্রিপল সেঞ্চুরি। এর আগে ২০০৮ সালে চেন্নাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বীরেন্দ্র শেবাগের ২৭৮ বলে করেছিলেন।

 

মুল্ডার ৩৬৭ রানের ইনিংস খেলার পথে ছাড়িয়ে গেছেন কালিনান, কার্স্টেন, ডি ভিলিয়ার্স, স্মিথ ও হামিশ আমলাকে। তিনি প্রতিটি বল প্রতিটি ওভার তার সাথে কিছু না কিছু মাইলফলক বয়ে এনেছে।