ঢাকা শনিবার, ৫ই জুলাই ২০২৫, ২২শে আষাঢ় ১৪৩২


দল থেকে বাদই পড়লেন লিটন


৫ জুলাই ২০২৫ ১৫:১৬

সংগৃহীত

লিটন দাসের ফর্মটা মোটেও পক্ষে কথা বলছিল না। প্রথম ওয়ানডের পর থেকেই তাই কথা উঠছিল তার জায়গা নিয়ে। শেষমেশ জায়গা হলো না বাংলাদেশ দলে। তাকে ছাড়াই দ্বিতীয় ওয়ানডেতে নামছে দল।

 

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক ওয়ানডেতে বেশ অনেক দিন ধরেই ফর্মহীন। প্রথম ম্যাচে তাকে চারে নামানো হয়েছিল। তবে তিনি আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। এই ফরম্যাটে শেষবার তিনি দুই অঙ্ক ছুঁয়েছেন প্রায় দুই বছর আগে। এরপর থেকে আট ইনিংসে তিনি শূন্য রানে আউট হয়েছেন চার বার, রান করেছেন মোটে ১৩।

 

ফলে তার ওপর আজ আস্থা না রাখার সম্ভাবনাই বেশি ছিল। সেটাই শেষমেশ সত্যি হয়েছে। তার জায়গায় দলে ফিরেছেন শামীম হোসেন পাটোয়ারী। 

 

অফ ফর্ম তো বটেই, লিটনকে সরিয়ে শামীমকে ফেরানোর কারণটা কৌশলগতও। লিটনকে চারে খেলালে তিনি, তাওহীদ হৃদয়, জাকের আলী ও মেহেদী হাসান মিরাজকে নিয়ে মিডল অর্ডারের চারজনই ডানহাতি হয়ে পড়েন। 

 

আর ডানহাতিদের বিপক্ষে লঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসরাঙ্গার ইতিহাসটা বেশ সমৃদ্ধ। সঙ্গে লঙ্কান শিবিরে বাঁহাতি স্পিনারও আছেন একাধিক। সে কারণে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। 

 

এদিকে বাংলাদেশ দলে আরও এক পরিবর্তন আছে। তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়েছে ম্যানেজমেন্ট। তার জায়গায় একাদশে এসেছেন হাসান মাহমুদ।

 

বাংলাদেশ একাদশ-

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান।