ইনফান্তিনোর ‘নিষ্ঠুর খেলা’ বন্ধে ফিফার প্রতি আবেদন

ফ্রান্সের পেশাদার ফুটবলারের সংগঠন ইউএনএফপি ফিফার কাছে খেলোয়াড়দের স্বাস্থ্যের ক্ষতি বন্ধের আহ্বান জানিয়েছে। তাদের অভিযোগের তির ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর দিকে। তাদের অভিমত, তিনি খেলোয়াড়দের উপর বাড়তি চাপ এবং বড় কলেবরের ক্লাব বিশ্বকাপের কারণে যে শারীরিক ও মানসিক ক্ষতি হচ্ছে, তা উপেক্ষা করছেন।
ইউএনএফপি এক কঠোর বিবৃতি দিয়ে বলেছে, এই টুর্নামেন্ট দেখিয়ে দিচ্ছে কিভাবে একের পর এক ম্যাচ খেলিয়ে খেলোয়াড়দের শারীরিক ও মানসিকভাবে শেষ করে দেওয়া হচ্ছে। তারা বলেছে, ‘অবস্থার অযৌক্তিকতা কেউই এড়িয়ে যেতে পারছে না — অবশ্যই ইনফান্তিনো এবং তার চাটুকাররা ছাড়া।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘তার (ইনফান্তিনো) আইভরি টাওয়ার থেকে, যা তিনি সারা পৃথিবী ঘুরে ঘুরে উপভোগ করেন, ফিফার প্রেসিডেন্ট শীর্ষ খেলোয়াড়দের ভাগ্য নিয়ে কোনো চিন্তা করেন না।’
৩২ দলের ক্লাব বিশ্বকাপ এক মাস ধরে চলবে এবং ১৩ জুলাই শেষ হবে। তার আগে দীর্ঘ ও ক্লান্তিকর একটা মৌসুম কেটেছে। ইউএনএফপি বলেছে, এই সময়ে খেলোয়াড়দের অন্তত তিন সপ্তাহ পূর্ণ বিশ্রামের অধিকার রয়েছে, যা চুক্তিতে বলা আছে। কিন্তু এখন অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে কোনো বিরতি ছাড়াই কঠিন ম্যাচ খেলতে হচ্ছে, যা চোট ও মানসিক বিপর্যয়ের ঝুঁকি বাড়াচ্ছে।
ইউএনএফপি আরও বলেছে, ‘তার (ইনফান্তিনোর) ক্লাব বিশ্বকাপ দেখিয়ে দিচ্ছে এই ‘হত্যার খেলা’ (গেম অফ ম্যাসাকার্স) বন্ধ করা কতটা জরুরি।’
ফিফা বলেছে, তাদের অধীনে ক্লাব পর্যায়ে ১ শতাংশেরও কম ম্যাচ হয়, আর ক্লাব বিশ্বকাপের ক্ষেত্রে দুই দলের জন্য চার বছরে সর্বোচ্চ সাতটি ম্যাচ হতে পারে।
তবে খেলোয়াড়দের মধ্যে ম্যাচের অতিরিক্ত চাপ নিয়ে উদ্বেগ বাড়ছে। এ মাসের শুরুতে অনেক তারকা খেলোয়াড় বলেছিলেন, তারা ক্রমাগত ম্যাচ খেলে চোটের ঝুঁকিতে পড়ছেন এবং শারীরিকভাবে ভেঙে পড়ার অবস্থায় চলে গেছেন।
ইউএনএফপি জানিয়েছে, তারা বৈশ্বিক খেলোয়াড়দের সংগঠন ফিফপ্রো এবং ফিফপ্রো ইউরোপের সঙ্গে একমত। তারা বলেছে, ম্যাচের ভিড় খেলোয়াড়দের সুরক্ষা এবং দেশের ঘরোয়া লিগগুলোকেও ক্ষতিগ্রস্ত করছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘সেপ্টেম্বরে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি হাঁটুর গুরুতর চোট পান, এর কিছুদিন আগেই তিনি অতিরিক্ত ম্যাচের বিরুদ্ধে খেলোয়াড়দের ধর্মঘটের ইঙ্গিত দিয়েছিলেন।’
প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ৩১ মে চ্যাম্পিয়ন্স লিগ জেতার কয়েক সপ্তাহের মধ্যে ক্লাব বিশ্বকাপ খেলছে। ফ্রান্সের কিছু ক্লাব নতুন মৌসুমের জন্য প্রাক-মৌসুম অনুশীলন শুরু করে ফেলেছে ইতোমধ্যেই। লিগ ওয়ান ১৫ আগস্টের আশেপাশে শুরু হবে। পিএসজি ইন্টার মিয়ামিকে ৪-০ গোলে হারিয়ে কোয়ার্টারে উঠলেও খেলোয়াড়দের চুক্তিতে থাকা তিন সপ্তাহের পূর্ণ বিশ্রাম মিলছে না।
ইউএনএফপি বলেছে, ‘আমরা বুঝতে পারছি না বা দেখছি না কেন বা কীভাবে পিএসজির খেলোয়াড়দের তাদের অধিকার অনুযায়ী তিন সপ্তাহের পূর্ণ বিশ্রাম দেওয়া হবে না।’ তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই অতিরিক্ত চাপ সেপ্টেম্বরে জাতীয় দলের ম্যাচে ফরাসি খেলোয়াড়দের পারফরম্যান্সকে প্রভাবিত করতে পারে।