ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


পাকিস্তানি বন্ধুকে দাওয়াত দিয়ে বিপদে ভারতের স্বর্ণজয়ী অ্যাথলেট


২৬ এপ্রিল ২০২৫ ১২:৫৩

সংগৃহীত

যা হচ্ছে চারিদিকে তাতে আমি একই সাথে মনঃক্ষুণ্ণ এবং ক্ষুব্ধ" এভাবেই এক বিবৃতিতে নিজের মনের কথা জানান ভারতের অন্যতম শীর্ষ অ্যাথলেট নিরাজ চোপড়া। তবে তার পক্ষ থেকে পাকিস্তানি জ্যাভেলিন থ্রোয়ার আরশাদ নাদিমকে আমন্ত্রণ জানানোর ঘটনায় ভারতে বেশ আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

 

ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ২৬ জনের মৃত্যুর ঘটনার রেশ পড়েছে ক্রীড়াঙ্গনেও।

 

নিরাজ চোপড়া ভারতের তারকা জ্যাভেলিন থ্রোয়ার, তিনি ভারতের হয়ে অলিম্পিক গেমসে ১টি স্বর্ণপদক ও ১টি রুপা জিতেছেন।

 

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে চোপড়া জানিয়েছেন, "আরশাদ নাদিমের কাছে আমার যে আমন্ত্রণ গিয়েছে তা একজন অ্যাথলেটের সাথে একজন অ্যাথলেটের সম্পর্কের ব্যাপার, এর চেয়ে বেশি কিছু নয়, এর চেয়ে কমও নয়।"

 

তিনি দাবি করছেন পহেলগামের ঘটনার অন্তত দুই দিন আগে আরশাদের কাছে আমন্ত্রণ গিয়েছে, তবে পহেলগামের হামলার ঘটনার পর ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে এক গুচ্ছ কড়া ব্যবস্থার ঘোষণা দিয়েছে।

 

ভারত জানিয়েছে যে, পাকিস্তানের নাগরিকদের ইতোমধ্যে দেওয়া সব ভিসা ২৭ এপ্রিলের পর বাতিল বলে গণ্য হবে।

 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন যে "পাকিস্তানের নাগরিকদের ইতোমধ্যেই যেসব ভিসা দেওয়া হয়েছে, সেগুলো ২৭ এপ্রিল পর্যন্ত বৈধ থাকবে। আর যেসব পাকিস্তানিকে চিকিৎসা ভিসা দেওয়া হয়েছে, তা ২৯ এপ্রিল অবধি বৈধ থাকবে।"

 

ভারতীয় নাগরিকদের পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শও দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। যারা এখনও সেদেশে আছেন, তাদের দ্রুত ভারতে ফিরে আসতে বলা হয়েছে।

 

এসবের মধ্যেই আরশাদ নাদিম ভারতে আসবেন না জানান, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আরশাদ নাদিমকে আমন্ত্রণের খবর নিরাজ চোপড়াকে রোষানলে ফেলে।