বিপিএলে ঢাকা ক্যাপিটালসের অভিজ্ঞতা নিয়ে শাকিব খানের উচ্ছ্বাস: "হয় জিতি, না হয় শিখি"

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে ঢাকা ক্যাপিটালসের সঙ্গে যুক্ত হয়ে নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। ক্রিকেটের এমন জমজমাট আসরে অংশগ্রহণ ছিল তার জন্য যেমন রোমাঞ্চকর, তেমনি চ্যালেঞ্জিংও।
এক বিবৃতিতে শাকিব খান জানান, "এবারের বিপিএলে আমরা ঢাকা ক্যাপিটালস দল নিয়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলাম। এটি আমাদের জন্য যেমন নতুন অভিজ্ঞতা ছিল, তেমনি ছিল নতুন চ্যালেঞ্জ। প্রথমবার ক্রিকেটের এমন আসরে অংশ নিয়ে আমরাও ভালো করার চেষ্টা করেছি। যেহেতু এবারই শুরু, তাই সবদিক থেকে নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি।"
তিনি আরও বলেন, "যারা আমাকে পছন্দ করেন তারা হয়তো জেনে থাকবেন - আপনাদের নিঃস্বার্থ ভালোবাসায় আমি কখনও হারি না; হয় জিতি না হয় শিখি! হয়তো আগামীতে আমরা আরও শক্তিশালী, আগ্রাসী এবং জয়ের জন্য আরও প্রস্তুত দেখতে পাবেন—এটাই আমাদের প্রতিশ্রুতি।"
ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, সমর্থক এবং স্পন্সরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শাকিব বলেন, "ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, সমর্থক এবং স্পন্সর হিসেবে যারা যুক্ত ছিলেন, সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা, সমর্থন, আর বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি।"
শেষে তিনি ঢাকাবাসীসহ সব সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "আসুন, আগামীতে সবাই মিলে ঢাকা ক্যাপিটালসকে চ্যাম্পিয়ন করার স্বপ্ন দেখি এবং সেটাকে বাস্তবে রূপ দেই।"
ঢাকা ক্যাপিটালসের প্রথমবারের মতো বিপিএলে অংশগ্রহণের এই যাত্রা শুধু একটি খেলার অভিজ্ঞতা নয়, বরং শাকিব খানের মতো ব্যক্তিত্বের জন্যও এটি ছিল একটি নতুন অধ্যায়ের সূচনা। তার আত্মবিশ্বাসী বক্তব্যে স্পষ্ট যে, আগামীতে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে ঢাকা ক্যাপিটালস।