ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


রাজশাহীতে হোঁচট খেলো রংপুর


২৩ জানুয়ারী ২০২৫ ১৭:৫০

সংগৃহিত

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আলোচনার কেন্দ্রবিন্দুতে দুর্বার রাজশাহী। মাঠের ভেতরে দলের পারফরম্যান্স একেবারেই হতাশাজনক, সেই আলোচনা তো আছেই। এর বাইরে পারিশ্রমিক না দেওয়া নিয়েও আছে নানা ঘটনা। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল, ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংসের মতো দল –যারা কিনা রংপুরের সঙ্গে নাকানি চুবানি খেয়েছে, সেই দলটিকেই আজ হারিয়ে দিয়েছে রাজশাহী। বৃহস্পতিবার আগে ব্যাটিং করে রাজশাহী ১৭০ রান সংগ্রহ করে। জবাবে ৮ ম্যাচ জেতা রংপুর রাইডার্সের ইনিংস থেমেছে ১৪৬ রানে। তাতে ২৪ রানের দারুণ এক জয় পেয়েছে তাসকিন আহমেদের দল।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে রংপুর রাইডার্সকে ১৭১ রানের লক্ষ্য দেয় রাজশাহী কিংস। মাঝারি মানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই তাসিকনের শিকার হন ইরফান শুক্কুর। সবমিলিয়ে পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং মেরুদণ্ড ভেঙে যায় রংপুরের। পুরো আসরে দাপট দেখানো রংপুরকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন সাইফ হাসান ও নুরুল হাসান। কিন্তু তাদের ছোট ইনিংস কোনও ভূমিকা রাখেনি। সাইফ সর্বোচ্চ ৪৩ রান এবং সোহান খেলেন ৪১ রানের ইনিংস। শেষ দুই ওভারে জয়ের জন্য সমীকরণ ছিল ৩৪ রানের। রায়ান বার্লের ১৯তম ওভারে দুই উইকেট হারিয়ে সম্ভাবনা ওখানেই শেষ করে ফেলে তারা। শেষ ওভারে তাসকিন নাহিদ রানার স্ট্যাম্প উপড়ে ফেলে রাজশাহীর জয়ের পতাকা উড়ান! তবে ২২ রান খরচ করে ৪ উইকেট নেওয়া বার্লই হচ্ছেন রাজশাহীর জয়ের নায়ক। এছাড়া তাসকিন ও মেহরাব হোসেন দু’জনই দুটি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় খুলনা টাইগার্স। ইনিংসের তৃতীয় ওভারে ওপেনিং জুটি ভাঙে তাদের। ১২ বলে ১৯ রান করে ওপেনার হারিস সাজঘরে ফেরেন। দ্বিতীয় উইকেটে ২৯ বলে ৫২ রানের জুটি গড়েন সাব্বির হোসেন ও এনামুল হক বিজয়। ১৯ বলে ৩৯ রান করে ফেরেন সাব্বির। নতুন ব্যাটার রায়ান বার্ল প্রথম বলেই আউট হলে চতুর্থ উইকেটে ৫০ বলে ৭৬ রানের জুটি গড়েন বিজয় ও ইয়াসির আলী রাব্বি। ৩২ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন ইয়াসির। সঙ্গীকে হারানোর দুই বলের মধ্যে এনামুলও আউট হয়ে যান। ৩১ বলে ৩৪ রানের ইনিংস খেলেন তিনি।

এরপরই হুড়মুড় করে ভেঙে পড়ে রাজশাহীর ব্যাটিং। বাকিরা যোগ দেন আসা-যাওয়ার মিছিলে। ইনিংসের ১৬ ওভার শেষে তাদের স্কোর ছিল ৪ উইকেটে ১৫৩ রান। রানরেট ৯.৫৩। শেষ ৪ ওভারে এই দলটাই তুলতে পারে মাত্র ১৭ রান। এই সময় তারা উইকেট হারিয়েছে ৫টি। সবমিলিয়ে উড়ন্ত শুরুর পরও রাজশাহীর ইনিংস থামে ১৭০ রানে।

বল হাতে রংপুরের হয়ে ৩টি উইকেট শিকার করেছেন আকিভ জাভেদ ও খুশদিল শাহ। এছাড়া রাকিবুল হাসান ও নাহিদ রানা নেন একটি করে উইকেট।