ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


ব্যালন ডি’অর ভোটিংয়ে যত পয়েন্ট পেয়েছিলেন ভিনি ও রদ্রি


৯ নভেম্বর ২০২৪ ০৭:৫০

ফাইল ফটো

এবারের ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে শুরু থেকে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস ‍জুনিয়র। তবে সব জল্পনার সমাপ্তি ঘটিয়ে ২০২৪ ব্যালন ডি’অর জিতেছেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ ফুটবলার রদ্রি। এবার জানা গেছে কে কত পয়েন্ট পেয়েছিলেন।

ব্যালন ডি’অর কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই আলোচনায় ছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস । আলোচনাটা এতই জোরালো হয়েছিল যে, একটা পর্যায়ে গিয়ে সবাই ধরেই নিয়েছেন এবারের ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন ভিনি। 

 

ভিনিসিয়ুস জুনিয়রই জিততে যাচ্ছেন ব্যালন ডি’অর, কথাটা বেদবাক্যের মতো খোদাইও করে দিয়েছিল মার্কাসহ একাধিক ইউরোপিয়ান সংবাদমাধ্যম। রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জেতার কারণেই মূলত এই স্বীকৃতি।

 

সময় যত ঘনিয়ে আসছিল, ব্রাজিল ও রিয়ালের সমর্থকদের উত্তেজনা ততই বাড়ছিল। ১৭ বছর পর কোনো ব্রাজিলিয়ান এই পুরস্কার জিততে যাচ্ছেন। তাই উত্তাপটা একটু বেশি থাকাই তো স্বাভাবিক ছিল। 

 

ব্যালন ডি’অর পুরস্কার অনুষ্ঠানের দিন সন্ধ্যা পেরোতেই যেন হাওয়া উল্টো দিকে বইতে থাকে। জানা যায়, ভিনিসিয়ুস নন, ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন রদ্রি। এ খবর পাওয়ার পরই রিয়াল মাদ্রিদের কেউই আসেননি ব্যালন ডি’অর পুরস্কারের অনুষ্ঠানে। 

 

অনেকের মনেই প্রশ্ন, ব্যালন ডি’অর জয়ের পথে এই দুজনের পয়েন্টের পার্থক্যটা আসলে কতো। তবে তাদের দুজনের পয়েন্ট প্রকাশ করেছেন বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

 

ব্যালন ডি’অর জয়ের পথে রদ্রি পেয়েছেন ১১৭০ পয়েন্ট। অপরদিকে ভিনিসিয়ুস তার থেকে ৪১ পয়েন্ট কম পেয়েছেন। অর্থাৎ, ব্রাজিলের এই তারকা ফুটবলার পেয়েছেন ১১২৯ পয়েন্ট।