ঢাকা বুধবার, ৮ই মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১


বাংলাদেশকে অস্বস্তি বাড়িয়ে ৫৩১ থামল শ্রীলঙ্কা


৩১ মার্চ ২০২৪ ১৬:৩৮

সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে সিলেট টেস্টে ভরাডুবির পর চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট ঘুরে দাঁড়ানোর মিশনে বাংলাদেশ। তবে টাইগারদের হতাশা চলমান টেস্টেও। চট্টগ্রামে বল হাতে সুবিধা করতে পারেননি টাইগার বোলাররা।

সময়ের সাথে টাইগারদের সাগরিকায় সিরিজ সমতার প্রত্যাশা ফিকে হয়ে যাচ্ছে। টেস্টের দ্বিতীয় দিনেও সেই দাপট ধরে রাখে লঙ্কান ব্যাটাররা। পাঁচ ব্যাটারের ফিফটিতে ৫৩১ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা।

প্রথম দিন শেষে চার উইকেট হারিয়ে ৩১৪ রান করেছিল শ্রীলঙ্কা। চান্দিমল ৩৪ ও ডি সিলভা ১৫ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে ফিফটি তুলে নেন চান্দিমল। এরপর বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি সাবেক অধিনায়ক।

সাকিব আল হাসানের করা ইনিংসের ১০৬তম ওভারে লিটন কুমার দাসের হাতে ধরা পড়েন চান্দিমল। প্যাভিলিয়নে হাঁটার আগে ১০৪ বলে পাঁচ চার এবং দুই ছয়ের সাহায্যে ৫৯ রান করেন তিনি। প্রথম সেশনে বাংলাদেশের প্রাপ্তি বলতে এই এক উইকেট।

এর আগে টস জেতা শ্রীলঙ্কার শুরুটাই হয়েছিল দারুণ। উদ্বোধনী জুটিতে ৯৬ রান যোগ করেন মাদুস্কা ও করুনারত্নে। ৫৭ রান করে ফিরে যান মাদুস্কা। অতিথিদের এমন শুরুর পেছনে অবদান আছে বাংলাদেশের। গতকাল প্রথম সেশনে মাদুস্কার পর করুনারত্নের ক্যাচ ছাড়ে স্বাগতিক ফিল্ডাররা।

সুযোগ পেয়ে মাদুস্কার মতো করুনারত্নেও ফিফটি তুলে নেন। ৮৬ রান করেন তিনি। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৯৩ রানের ইনিংসটা খেলেন মেন্ডিস। সাকিবের প্রথম শিকার হয়ে সেঞ্চুরি বঞ্চিত হন তিনি। এছাড়া ২৩ রান করেন অ্যাঞ্জেলো ম্যাথুস।

নতুনসময়/এএম


শ্রীলঙ্কা, সিলেট, চট্টগ্রাম, বাংলাদেশ, টেস্ট, টাইগার