ঢাকা শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


মেসির রেকর্ডের রাতে আর্জেন্টিনার জয়


২৪ মার্চ ২০২৩ ১৯:৫১

প্রথমবারের মতো ‘৩ স্টার’ জার্সি পরে খেলতে নেমে কঠিন পরীক্ষার মুখে পড়ে আর্জেন্টিনা। প্রথমার্ধে গোলের দেখা না পেলেও জয়বঞ্চিত হয়নি বিশ্বচ্যাম্পিয়নরা। ৭৮তম মিনিটে থিয়াগো আলমাদা ও ৮৯তম মিনিটে অধিনায়ক লিওনেল মেসির অসাধারণ ফ্রি-কিক গোলে পানামাকে ২-০ গোলে হারায় আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনার উৎসবের এই ম্যাচে গোল করে পেশাদার ফুটবল ক্যারিয়ারে ৮০০ গোলের রেকর্ড স্পর্শ করেন আর্জেন্টাইন খুদে জাদুকর মেসি।

ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ চালিয়েও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিলেন না বিশ্বচ্যাম্পিয়নরা। ফলে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় মেসি বাহিনী।

দ্বিতীয়ার্ধের ম্যাচের ৭৮তম মিনিটে এসে আর্জেন্টিনা দেখা দেয় কাঙ্ক্ষিত গোল। থিয়াগো আলমাদা বাঁ পায়ের শটে গোল করেন। এর ঠিক ১১ মিনিটের ব্যবধানে ফ্রি কিক নেন মেসি। মেসির বাঁকানো শট সরাসরি ঢুকে পড়ে জালে।

শেষ পর্যন্ত পানামা গোলের দেখা না পেলে ২-০ গোল নিয়ে মাঠ ছাড়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

উল্লেখ্য, ২৮ মার্চ দিবাগত রাত ২টায় ঘরের মাঠে দ্বিতীয় প্রীতি ম্যাচে নেদারল্যান্ডসদের স্বায়ত্তশাসিত দ্বীপ রাষ্ট্র কুরাকাও-এর মুখোমুখি হবে আর্জেন্টিনা। ওই ম্যাচে মেসি গোল পেলে জাতীয় দলের হয়ে তার গোলের সেঞ্চুরিটা পূর্ণ হয়ে যাবে ফুটবল জাদুকরের।

আইকে