ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


ফের ইনজুরিতে নেইমার


২০ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:৩২

ইনজুরি যেন পিছুই ছাড়ছে না নেইমারের। ক্যারিয়ারের শুরু থেকে ইনজুরির সঙ্গে লড়াই করে চলছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার। ইনজুরির কারণে গত মৌসুমের বেশিরভাগ ম্যাচ মিস করেছিলেন তিনি।

রোববার (১৯ ফেব্রুয়ারি) লিগ ওয়ানের ম্যাচে লিলির বিপক্ষে মাঠে নেমে মারাত্মক আঘাত পান প্যারিস সেইন্ট জার্মেইয়ের এই স্ট্রাইকার। ইনজুরির পর স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে।

পিএসজি বনাম লিলের মধ্যকার ম্যাচে তখন দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে। এমন সময় নেইমারের গোড়ালিতে ফাউল করেন লিলের বেঞ্জামিন আন্দ্রে। এরপর রেফারি ম্যাচ শুরু করে দিলেও দেখা যায় নেইমার গুরুতর আহত। সঙ্গে সঙ্গে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে। তার বদলি হিসেবে মাঠে নামেন হুগো একিটিকে।

এদিকে দীর্ঘদিন নেইমারকে মাঠের বাইরে থাকতে হলে সেটি হবে পিএসজির জন্য বিশাল ধাক্কা। কেননা আগামী ৮ মার্চ বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে মুখোমুখি হবে পিএসজি।

আইকে